ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রিভিউ কমিটির প্রতি অনাস্থা চবি শিক্ষার্থীদের

রমেন দাশগুপ্ত, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

চট্টগ্রাম: ‘বিতর্কিত’ প্রক্টর অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরীকে সদস্য করায় বর্ধিত বেতন-ফি মূল্যায়নে গঠিত রিভিউ কমিটির প্রতি অনাস্থা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের সংগঠন ‘বর্ধিত বেতনÑফি বিরোধী সাধারণ ছাত্রÑছাত্রী বৃন্দ’।

রোববার বিকেলে নগরীর চেরাগী পাহাড় এলাকায় মনিরুজ্জামান ইসলামাবাদী মেমোরিয়াল হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীরা অনাস্থার বিষয়টি ব্যাখা করেন।



শিক্ষার্থীদের অভিযোগ, সাধারণ ছাত্রছাত্রীদের স্বত:স্ফূর্ত আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে অপপ্রচার চালানোসহ নানা বিতর্কিত ভূমিকা পালন করছেন প্রক্টর অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী।

লিখিত বক্তব্যে সংগঠনের সমন্বয়ক তবারেক হোসেন বলেন, ‘রিভিউ কমিটি শুধু প্রতিবেদন জমা দিতে পারবে। কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। এ কারণে এ কমিটির প্রতি সাধারণ শিক্ষার্থীদের কোনো আস্থা নেই। ’

সংবাদ সম্মেলন থেকে ভিসি ও প্রক্টরের পদত্যাগসহ ছয় দফা দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।