ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জ পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগে মানববন্ধন সোমবার

মাহবুব হোসেন সারমাত, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

গোপালগঞ্জ: মেয়রের পছন্দের ঠিকাদারকে গোপালগঞ্জ পৌরসভার প্রায় দেড় কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ায় বিক্ষুব্ধ ঠিকাদাররা সোমবার সকাল ১০টায় স্থানীয় প্রেসকাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

রোববার একই স্থানে এক সংবাদ সম্মেলনে তারা এ কর্মসূচি ঘোষণা করেন।


 
সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘শহরের মরা মধুমতি নদী পুনর্বাসন ও পার্শ্ববর্তী এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় পার্ক, সৌন্দর্য বর্ধন গার্ডেন, সিটিং বেঞ্চ, সেড, সুদৃশ্য ঝর্না,  বেষ্টনি দেওয়াল ও স্থাপনা নির্মাণের জন্য ১ কোটি ৪০ লাখ টাকার কাজের টেন্ডার আহবান করেন গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী। ৫৫ জন ঠিকাদার এ কাজের দরপত্রে অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৫ জনের দরপত্র বাতিল করা হয়।

ঠিকাদারদের অভিযোগ, রোববার সকাল ১০টায় নির্বাহী প্রকৌশলী কাগজে কলমে লটারি দেখিয়ে তাদের পছন্দের ঠিকাদার মাহামুদুল হককে কাজ পাইয়ে দেন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ