ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোর্ট হাজত থেকে আসামি হাওয়া

হাজেরা শিউলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কোর্ট হাজত থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন (২৫) নামে এক আসামী পালিয়ে গেছে।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কোর্ট হাজতের টয়লেটের ভেন্টিলেটরের ফাঁক গলে সে পালিয়ে যায়।



জাল টাকার মামলায় বিকেলে ওই আসামিকে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আতাউর রহমান বাংলানিউজকে জানান, পুরনো হাজতখানার বাথরুমের ভেন্টিলেটরের পুরনো লোহার শিকে ফাঁক থাকায় আসামি পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।
   
শনিবার রাতে বাঁশখালী উপজেলা সদরে জাল টাকা দিয়ে ওষুধ কিনতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে শাহাবুদ্দিন। এ সময় ব্যবসায়ীরা তার দেহ তল্লাশী করে তিনটি ৫০০ শত টাকার জালনোট পায়। এরপর উত্তম-মধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে  সোপর্দ করে ব্যবসায়ীরা।
 
পলাতক শাহাবুদ্দিন বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের চাম্বল পাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

তার পালিয়ে যাওয়ার ঘটনায় কোর্ট ইন্সপেক্টর আব্দুল  মান্নান  বাঁশখালী থানায় মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।