ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোমবার সিআইডিতে যাচ্ছে ইব্রাহিম হত্যা মামলার নথি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

ঢাকা: চাঞ্চল্যকর ইব্রাহিম হত্যা মামলার নথিপত্র (কেস ডকেট) সোমবার সকালের মধ্যে সিআইডিতে হস্তান্তর করা সম্ভব হবে বলে মনে করছে মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার তা সিআইডি’র কাছে হস্তান্তরের কথা ছিলো।



এদিকে মামলার তদন্ত পরিচালনার জন্য এরই মধ্যে সিআইডি মেট্রো জোনের এএসপি খন্দকার আবদুল হালিমকে প্রাথমিকভাবে নিয়োগ দিয়েছে সিআইডি।

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর-২) এডিসি মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, কেস ডায়রি লেখা শেষ করে রোববারের মধ্যে সিআইডি’র কাছে কেস ডকেট হস্তান্তরের কথা থাকলেও তা সম্ভব হয়নি। তবে সোমবার সকালের মধ্যেই সিআইডিতে নথিপত্র হস্তান্তর সম্ভব হবে।

এদিকে সিআইডি’র এক সূত্র জানিয়েছে, মালিবাগের সিআইডি কার্যালয়ে  রোববার  সন্ধ্যায় সিআইডি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। দু’ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার ওই বৈঠকে সিআইডি মেট্রো জোনের এএসপি খন্দকার আবদুল হালিমকে যুবলীগ নেতা ইব্রাহিম হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

সূত্র আরও জানায়, এরই মধ্যে খন্দকার আব্দুল হালিমকে ডিবি কার্যালয় থেকে ইব্রাহিম হত্যা মামলার কেস ডকেট সংগ্রহ করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।