ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলভী হত্যা মামলা: কাভার্ড ভ্যানচালকের ৭ বছর সশ্রম কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

ঢাকা: গাড়িচাপায় নিহত সিটি কলেজের ছাত্রী ফারজানা হোসেন সিলভী হত্যা মামলায় কাভার্ড ভ্যানচালক নূরুল ইসলামকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মুন্সি আব্দুল মজিদ এ রায় দেন।

আসামি নুরুল ইসলাম জামিনে পলাতক রয়েছেন।
 
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৭ সালের ২৬ অক্টোবর সকালে সিলভী তার বান্ধবী লিজাকে নিয়ে রিকশায় চড়ে মালিবাগ যাওয়ার পথে চাংপাই চাইনিজ রেস্টুরেন্টের সামনে এলে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান সিলভীদের রিকশাকে ধাক্কা দেয়। এতে সিলভী পড়ে গেলে তাকে দিয়ে ভ্যানটি চলে যায়। ঘটনাস্থলেই সিলভী মারা যান।  

ওই দিনই সিলভীর খালা জিনাত আরা বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন।

ঘটনা তদন্ত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক ২০০৮ সালের ২৫ মার্চ আসামি নূরুল ইসলামকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ৮ জন সাক্ষীর মধ্যে ৫ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।