ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ওমরাহ পালন করতে সৌদি আরব গেলেন মেয়র মনজুর

রমেন দাশগুপ্ত, স্টাফ করেসপন্ডেণ্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

চট্টগ্রাম : ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম। রোববার ভোর পাঁচটায় কুয়েত এয়ারওয়েজের একটি ফাইট যোগে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।



সিটি মেয়রের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন প্রথম প্যানেল মেয়র ও আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

সৌদি আরব যাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী আব্দুর রহিম বাংলানিউজকে বলেন, ‘মেয়রের সফরসঙ্গী হয়েছেন স্ত্রী, বড় ছেলে এবং সিটি কর্পোরেশনের একান্ত সচিব মোমিনুর রহমান আমিন। ওমরাহ পালন শেষে আগামী ২৬ সেপ্টেম্বর মেয়র দেশে ফিরবেন বলে তিনি জানান।

মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বিদেশ সফরে গেলেন।    

বাংলাদেশ সময় : ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।