ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে। রোববার বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।



সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওয়াসিম বাংলানিউজকে বলেন, ‘রোববার দুপুর আড়াইটার দিকে সীতাকুন্ডের ফৌজদারহাট এলাকায় কেএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মো. রাসেল (১৪) স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়। বিকেল পৌনে চারটার দিকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএসআই আরও জানান, সীতাকুণ্ডের বারো আউলিয়া এলাকায় বিকেল ৩টার দিকে দ্রুতগামী ট্রাক চাপায় মো. মমতাজ নামে ৩৫ বছর বয়সী এক কৃষক গুরুতর আহত হয়। দুর্ঘটনার সময় তিনি মহাসড়কের ওপর খড় শুকানোর কাজ করছিলেন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।  

এছাড়া পটিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. ইমতিয়াজ বাংলানিউজকে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে পটিয়া থানার খরনা এলাকায় প্রাইভেট কার ও টেম্পুর মুখোমখি সংঘর্ষে
ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নামের এক সাংবাদিকের দুই বছরের ছেলে নিহত হয়। দুর্ঘটনায় আহত সাংবাদিকের স্ত্রীসহ ৭ জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ’

বাংলাদেশ সময় : ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।