ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পান্থপথে দুর্ঘটনায় মৃত্যু: ডিএনসিসির গাড়িচালক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
পান্থপথে দুর্ঘটনায় মৃত্যু: ডিএনসিসির গাড়িচালক আটক

ঢাকা: রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহমেদ কবির খান নিহত হওয়ার ঘটনায় চালককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। প্রাথমিকভাবে আটক চালকের নাম জানা যায়নি।

 

শুক্রবার (২৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান।  

এ সময় তিনি বলেন, পান্থপথে ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহমেদ কবির নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ঘাতক গাড়িচালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে শনিবার (২৭ নভেম্বর) দুপুরে কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

** উত্তর সিটির গাড়ির ধাক্কায় মৃত্যু, তদন্তে কমিটি
** ময়লার গাড়ি কেড়ে নিল নটর ডেম ছাত্রের প্রাণ
** ময়লার গাড়ির ধাক্কায় ঝরলো আরও এক প্রাণ

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এমএমআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।