ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাংলাদেশে বিনিয়োগে আমিরাতের প্রতি অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
বাংলাদেশে বিনিয়োগে আমিরাতের প্রতি অনুরোধ

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বাংলাদেশে বিভিন্ন খাতে দেশটির প্রতি আরও বিনিয়োগের জন্য অনুরোধ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা বিষয়ক মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ করেন।

রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর মঙ্গলবার (২৬ অক্টোবর) আবুধাবিতে শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।  

বৈঠকে তারা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দুই জাতির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের দ্বারা প্রতিষ্ঠিত ও সুসংহত ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধনের কথা স্মরণ করেন।

বৈঠকে তারা দুবাই এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ, ঢাকায় আগামী মাসে বিশ্ব শান্তি সম্মেলনে উচ্চ পর্যায়ের সফর বিনিময়সহ পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।  

শেখ নাহিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।  

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশে বিভিন্ন খাতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আরও বিনিয়োগের জন্য অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।