ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিআইসিসি ভবনের আগুন নিভেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
বিআইসিসি ভবনের আগুন নিভেছে ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মতিঝিলে বিআইসিসি ভবনের ১২ তলায় এবি ব্যাংকের স্টোরের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ৭টি ইউনিট পাঠানো হয়েছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও জানান, আমরা যতদূর জানতে পেরেছি মতিঝিল বিআইসিসি ভবনের ১২তলায় এবি ব্যাংকের একটি স্টোরে আগুন লেগেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।