ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এসিল্যান্ডের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে

ফরিদপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এসিল্যান্ডের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী।

শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের আতিয়ার মোল্লার ছেলে সোহেলের (২৫) সঙ্গে ওই কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে সেখানে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। তিনি তাৎক্ষণিকভাবে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং বর ও কনেপক্ষকে জরিমানা করেন।

বোয়ালমারী এসিল্যান্ড মারিয়া হক বলেন, এ ঘটনায় বাংলাদেশ দণ্ডবিধির বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৭ ধারায় ওই কিশোরীর বাবাকে সাত হাজার এবং একই দণ্ডবিধির ৮ ধারায় ছেলের বাবাকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাল্যবিয়ে রোধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।