ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সাম্প্রদায়িক হামলা: পরিদর্শনে যাবেন জাসদ নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
সাম্প্রদায়িক হামলা: পরিদর্শনে যাবেন জাসদ নেতাকর্মীরা

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের ( জাসদ) সভাপতি হাসানুল হক ইনুসহ কেন্দ্রীয় নেতা-কর্মীরা সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত পাঁচটি হিন্দু এলাকা পরিদর্শনে যাবেন।

সোমবার (১৮ অক্টোবর) জাসদ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

মঙ্গলবার ( ১৯ অক্টোবর) তারা এলাকাগুলো পরিদর্শন করবেন।

এতে বলা হয়, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে প্রতিনিধিদল রংপুর জেলার পীরগঞ্জ, রংপুর শহরে পূজা উদযাপন পরিষদের সঙ্গে সাক্ষাত এবং তারাগঞ্জের ইস্কন মন্দির পরিদর্শন করবেন।

এছাড়াও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপির নেতৃত্বে প্রতিনিধিদল ফেনী, জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার নেতৃত্বে নোয়াখালী জেলার বেগমগঞ্জ, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে কুমিল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নুর নেতৃত্বে চাঁদপুর জেলার হাজিগঞ্জের  ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
আরকেআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।