ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঘুষ দাবি, পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
ঘুষ দাবি, পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ঢাকা: রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের নামে গ্রাহকের পাসপোর্ট সেবা দিতে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক কমলেশ মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম।

জানা গেছে, দুদক টিম সরেজমিনে পাসপোর্ট অফিস পরিদর্শন ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে তাদের দেওয়াকৃত বক্তব্য রেকর্ড করে। দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সরবরাহ করার নির্দেশনা দিয়েছে দুদক টিম। উক্ত নথিপত্র প্রাপ্তি সাপেক্ষে তথ্য-প্রমাণ যাচাইপূর্বক প্রয়োজনীয় সুপারিশসহ কমিশন বরাবর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।

এছাড়া দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য তিনটি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।