ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শেরপুরে বাসচাপায় শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
শেরপুরে বাসচাপায় শিক্ষক নিহত

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বাসচাপায় মোজাম্মেল হক মণ্ডল (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত মোজাম্মেল খামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।



রোববার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, ১১ নভেম্বর অনুষ্ঠেয় নয় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী রোববার (১৭ অক্টোবর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেই অনুযায়ী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আফজাল হোসেনের সমর্থক হিসেবে তার সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন তিনি। শেরপুর উপজেলা পরিষদের পশ্চিম পাশের রাস্তা পার হচ্ছিলেন মোজাম্মেল। এ সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর গাড়ীদহ হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পরপরই চালক-হেলপার পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।