ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জানালা দিয়ে ঘরে ঢুকে টাকা-গহনা লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
জানালা দিয়ে ঘরে ঢুকে টাকা-গহনা লুট

বরগুনা: বরগুনায় সরকারি এক কর্মচারীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা নগদ দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ অক্টোবর) ভোররাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ধানসিঁড়ি এলাকায় মো. কামাল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে রাত সাড়ে ৩টার দিকে মেয়ের ঘর থেকে চিৎকার শুনতে পান কামাল হোসেন। এ সময় দুর্বৃত্তরা বালিশচাপা দিয়ে মেয়েকে মারার চেষ্টা করে। এক পর্যায়ে চাকু বের করে মেয়েকে মেরে ফেলার ভয় দেখিয়ে নগদ দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

ব্যবহৃত ছুরি

মো. কামাল হোসেন বলেন, স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা নগদ দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

স্ত্রী মাসুমা আক্তার বলেন, জানালা খুলে প্রায় অস্রসহ ৬ জন ঘরে ঢুকে বাতি নিভিয়ে দেওয়ায় কাউকে চিনতে পারিনি।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম তরিকুল ইসলাম বলেন, চোর চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এমএমজেড

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।