ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছেলের সঙ্গে অভিমান করে মায়ের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
ছেলের সঙ্গে অভিমান করে মায়ের আত্মহত্যা প্রতীকী ছবি

মেহেরপুর: ছেলের গভীর রাতে বাড়ি ফেরা নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। আর এর জের ধরে অভিমান করে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন মা সুমি খাতুন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালের দিকে নিজ ঘর থেকে সুমি খাতুনের মরদেহ উদ্ধার করে গাংনী থানা পুলিশ। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সুমি খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের স্কুলপাড়া এলাকার কৃষক মাসুদ রানার স্ত্রী।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় কাথুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা জানান, সুমি খাতুনের বড় ছেলে এসএসসি পরীক্ষার্থী শাহরিয়ার সাফিন সোমবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে বাড়ি ফেরে। এজন্য ছেলেকে বকাঝকা করেন সুমি। এ নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ছেলের সঙ্গে অভিমান করে নিজ ঘরে ভোর রাতের কোন এক সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুমি খাতুন।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।