ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নড়াইল শহরের ভেতর দিয়ে ফোর লেন, পক্ষে বিপক্ষে মানববন্ধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
নড়াইল শহরের ভেতর দিয়ে ফোর লেন, পক্ষে বিপক্ষে মানববন্ধন  মানববন্ধন।

নড়াইল: নড়াইল শহরের ভেতর দিয়ে একমাত্র সড়কটিকে চার লেন করার পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  

এ ঘটনাকে কেন্দ্র করে শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে মানববন্ধনে অংশগ্রহণের জন্য উভয়পক্ষের লোকজন নড়াইল শহরের রূপগঞ্জ বাজার এলাকায় জমা হতে থাকেন। সকালে উভয়পক্ষ নড়াইল রূপগঞ্জ ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচির ডাক দেয়।  

বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়লে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রূপগঞ্জ বাজারের উভয় পাশে সৃষ্টি হয় ব্যাপক যানজটের। শহরের গুরুত্বপূর্ণস্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।