ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়ির মাদক বিক্রেতা নড়াইলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, সেপ্টেম্বর ২৫, ২০২১
খাগড়াছড়ির মাদক বিক্রেতা নড়াইলে আটক

নড়াইল: নড়াইলে মাদক বিক্রির সময় ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের সিমাখালি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা মুসলিম পাড়া গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে মো. শাকিল হোসেন (২৫), মাগুরা জেলার শালিখা থানাধীন গঙ্গারামপুর গ্রামের মো. রোকন উদ্দিনের ছেলে মো. ফারজান শেখ (৩৩), নড়াইল সদর থানাধীন বাগডাঙ্গা গ্রামের মো. নওশের শেখের ছেলে মো. সাগর শেখ (৩৬)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের নির্দেশনায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহার নেতৃত্বে সিমাখালি গ্রামে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। তখন তাদের দেহ তল্লাশি করে ৫১৬ পিস ইয়াবা, নগদ ৪৪ হাজার টাকা জব্দ করা হয় ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মাদক বিক্রেতাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।