ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ডোবায় ভাসছিল মেয়ে নবজাতকের মরদেহ

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
ডোবায় ভাসছিল মেয়ে নবজাতকের মরদেহ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত ডোবায় ভাসছিল একটি মেয়ে নবজাতকের মরদেহ। স্থানীয় লোকজনের চোখে পড়লে তারা খবর দেন আশুলিয়া থানায়।

পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নবজাতকটির বয়স একদিন বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছেন, তা জানা যায়নি।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।