ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় আরো ৩ অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

শরীফ বিশ্বাস, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আবারো অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছে। তবে এবার দৌলতপুর উপজেলায় নয়, জেলার ভেড়ামারা উপজেলায় মহিলাসহ ৩জন এ রোগে আক্রান্ত হয়েছে।

এ নিয়ে কুষ্টিয়ায় অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯জনে।

গত দু’দিনে ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামে ফাতেমা বেগম (৩৪) ও আতিয়ার রহমান(৬০) আক্রান্ত হলেও শনিবার আক্রান্ত হয়েছে খেমিরদিয়াড় গ্রামের দুলাল হোসেন(৩৪)। আক্রান্তদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভেড়ামারা উপজেলা অ্যানথ্রাক্স টিমের প্রধান ডা: মাসুম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকালে ও সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার বাহিরচর ষোলদাগ গ্রামে একই পরিবারের দুজন অ্যানথ্রাক্রা রোগী শনাক্ত হয়। শনিবার দুপুরে ওই গ্রামের পাশ্ববর্তী খেমিড়দিয়াড় গ্রামে আরও একজন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে।

আক্রান্ত রোগীরা চিকিৎসকদের জানিয়েছেন, ঈদের দিন তারা স্থানীয় বাজারে জবাই করা গরুর মাংস খেয়েছিলেন। তার দু’দিন পরই তাদের হাতে ও পায়ে ফোঁসকা হয়ে ত দেখা দেয়।

এর আগে জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ ও বিলগাথুয়া গ্রামে ৪৬জন অ্যানথ্রাক্রা রোগী শনাক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।