ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিংগাইরে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
সিংগাইরে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন পুকুরের সিঁড়ির সেন্টারিংয়ের কাঠ খোলার সময় পানিতে ডুবে আরিফুল ইসলাম (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

মৃত ব্যক্তি উপজেলার গোবিন্দল এলাকায় বাবুল হোসেনের ছেলে।  

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে উপজেলার গোবিন্দল ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন পুকুরের সিঁড়ির সেনেটারিংয়ের কাঠ বুক পানিতে নেমে খুলছিলেন আরিফুল ইসলাম। হঠাৎ করে পানিতে ডুব দেওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলে স্থানীয়রা পুকুরে নেমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।