ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রমিকদল নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রমিকদল নেতা নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে দুই মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে শেখ ফরিদ ( ৩০) নামে শ্রমিকদলের নেতা নিহত হয়েছেন। এ ঘটনার অপর মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় জাবের স্পিনিং কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

শেখ ফরিদ উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙিলা মুলাইদ গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে। তিনি তেলিহাটি ইউনিয়নের শ্রমিকদলের সাধারণ সম্পাদক ছিল।

পুলিশ জানায়, নয়নপুর এলাকায় দ্রুত গতির দুই মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় শেখ ফরিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বাংলানিউজকে বলেন, রাতে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad