ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ (৭৫) নিহত হয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আলমডাঙ্গা রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, বিকেলে চিলহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় বৃদ্ধের।

ট্রেন স্টেশনে প্রবেশের আগেই অজ্ঞাত ওই বৃদ্ধ আলমডাঙ্গা স্টেশনের রেললাইনের উপর দিয়ে হাটছিলেন। এসময় রূপসা ট্রেন আলমডাঙ্গা স্টেশনে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে মরা যান ওই বৃদ্ধ।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ট্রেনে কাটা পড়ে নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।