ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় বাস খাদে, আহত ১৫

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় বাস খাদে, আহত ১৫

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে একটি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যাওয়ার ঘটনায় বাসের চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বিসিক শিল্পনগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, ঢাকাগামী শুভ যাত্রা পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় বাসের চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে  ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। বাসটি খাদ থেকে উদ্ধারে চেষ্টা চলছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বাংলানিউজকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি আমারা উদ্ধার করলেও ট্রাকটিকে এখনো চিহ্নিত করা যায়নি। ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad