ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুরিন শাহনাজকে যুক্তরাষ্ট্র দূতাবাসের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
দুরিন শাহনাজকে যুক্তরাষ্ট্র দূতাবাসের অভিনন্দন

ঢাকা: বাংলাদেশি-আমেরিকান ব্যাংকার-উদ্যোক্তা, অধ্যাপক ও বক্তা দুরিন শাহনাজকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বুধবার ( ২২ সেপ্টেম্বর ) দূতাবাসের এক বার্তায় অভিনন্দন জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, ফোর্বস ম্যাগাজিনের 'পঞ্চাশোর্ধ ৫০' -তালিকায় স্থান করে নেওয়ার জন্য বাংলাদেশি-আমেরিকান ব্যাংকার-উদ্যোক্তা, অধ্যাপক ও বক্তা দুরিন শাহনাজকে অভিনন্দন।

বাংলাদেশে জন্ম ও যুক্তরাষ্ট্রে শিক্ষাগ্রহণকারী শাহনাজ ৮০’র দশকে ওয়াল স্ট্রিটে তার পেশাজীবন শুরু করেন। সেখানেই তিনি প্রথম দেখেছেন, কীভাবে অর্থবাজার মানুষের জীবনে পরিবর্তন আনে এবং বিপুল সম্পদের কিছুই বিশ্বের নারীদের কাছে পৌঁছায় না। তখন তিনি এ বিষয়ে কিছু করার সিদ্ধান্ত নেন। তিনি ২০১৬ সালে এশিয়া গেম চেঞ্জার পুরস্কার এবং ২০১৭ সালে অসলো বিজনেস ফর পিস পুরস্কার অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
টিআর/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।