ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে নৌ-পুলিশের প্রহারে জেলে মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
পটুয়াখালীতে নৌ-পুলিশের প্রহারে জেলে মৃত্যুর অভিযোগ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের নির্যাতনে সুজন চৌকিদার (৩০) নামক এক জেলে মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) কলাপাড়া উপজেলার চর বালিয়াতলীর ডোশ এলাকার এ ঘটনা ঘটে।

এসময় উত্তেজিত স্থানীয়রা লালুয়া নৌ-পুলিশ ফাড়িঁর এএসআই মামুনসহ চার সদস্যকে অবরুদ্ধ করে। এতে নৌ-পুলিশের ২ সদস্যসহ তাদের বহনকারী ট্রলারের মাঝি আহত হয়েছে। পুলিশের দাবি সুজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সুজন ওই এলাকার আ. সত্তার হাওলাদারের পুত্র।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছেছেন কলাপাড়া উপজেলা র্নিবাহী অফিসার (ইউএনও)। ইউএনও, ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশের আশ্বাসে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া সাপেক্ষে তখন চার পুলিশ সদস্যকে ছেড়ে দেয় উত্তেজিত জনতা। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ অবস্থান করছে।

সুজনের সাথে থাকা জেলেরা বাংলানিউজকে জানায়, বেলা সাড়ে এগারটায় চর বালিয়াতলী সংলগ্ন বঙ্গোপসাগরের প্রথম বয়ার কাছে ট্রলার নিয়ে মাছ ধরার সময় লালুয়া নৌ-পুলিশ ফাঁড়ির ট্রলারটি নিষিদ্ধ কারেন্ট জালে মাছ শিকার করছে এমন অভিযোগে তাদের ধাওয়া করে ডোশের খালের অভ্যন্তরে নিয়ে যায়। এসময় ট্রলারে থাকা অপর ৪ জেলে পালিয়ে গেলেও সুজন ট্রলারেই থেকে যায়। নৌ-পুলিশ ফাড়িঁর এএসআই মামুনসহ চার পুলিশ সদস্যরা ওই ট্রলারে ওঠে সুজনকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।