ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলগঞ্জে ২ হাজার দরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
কমলগঞ্জে ২ হাজার দরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণ চাল নিতে আসা অসহায় মানুষ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দুই হাজার দরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার জিআর-এর চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এ চাল বিতরণ করা হয়।

এ সময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

পৌর মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে কমলগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হক, থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার (প্রাথমিক) জয় কুমার হাজরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী ও পৌরসভার কাউন্সিলররা।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর, ২০২১
বিবিবি/জেডএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।