ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য উদ্বোধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
পটুয়াখালীতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য উদ্বোধন 

পটুয়াখালী: পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মানে ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে।  
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে শেখ রাসেল শিশু পার্কের সামনে সার্কিট হাউস মোড়ে ভাস্কর্যের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা পরিষদের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে জেলার আট উপজেলায় আটটি স্থানে এই ভাস্কর্য স্থাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।