ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ওসি প্রদীপের ফাঁসির দাবিতে কক্সবাজারে মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
ওসি প্রদীপের ফাঁসির দাবিতে কক্সবাজারে মানববন্ধন  মানববন্ধন 

কক্সবাজার: কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত বরখাস্ত ওসি প্রদীপসহ সকল আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তাফা খানসহ  টেকনাফ ও  উখিয়ার বেশ কয়েকজন নির্যাতিত পরিবারের সদস্য অংশ নেন।

এসময় ফরিদুল মোস্তাফা বলেন, ওসি প্রদীপের ইয়াবা কারবারসহ তার বিভিন্ন অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আমার বিরুদ্ধে ৬ টি মিথ্যা মামলা দিয়েছে। শুধু তাই নয়, ঢাকা থেকে আমাকে ধরে এনে থানায় অমানবিক নির্যাতন করে জেলে পাঠিয়েছে। তার মিথ্যা মামলার শিকার হয়ে এক বছর আমাকে জেলে থাকতে হয়েছে। আমি ওসি প্রদীপের ফাঁসির দাবি জানাই।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০২১
এসবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।