ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
বগুড়ায় নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলা বাঙ্গালী নদীর পানিতে ডুবে রহমত আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে উপজেলার বাঙালি নদীর কল্যাণী খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রহমত আলী বগুড়া শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চরকল্যাণী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রহমত আলী স্থানীয় একটি মাঠ থেকে গরুর ঘাস সংগ্রহ করে বাড়ির পাশের বাঙ্গালী নদীর কল্যাণী খেয়াঘাট নামক স্থানে ধুয়ে পরিষ্কার করছিলেন। এসময় হঠাৎ জ্ঞান হারিয়ে নদীর পানিতে পড়ে ডুবে যান তিনি। কিছুসময় পরই তার মরদেহ পানিতে ভেসে উঠে। পরে নদী পারাপারের জন্য খেয়াঘাটে আসা লোকজন পানিতে মরদেহটি ভাসতে দেখে উদ্ধার করে পরিবারের খবর দেয়া হয়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় বর্মন জানান, নদীর ঘাটে গরুর ঘাস ধুতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পানিতে ডুবে যান রহমত আলী। একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
কেইউএ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।