ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

রাজশাহী: রাজশাহীতে বিয়ে বাড়িতে যাওয়া মাইক্রোবাসের নিচে চাপা পড়ে রায়হান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর বেলদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ওই মাইক্রোবাসটি আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে। নিহত রায়হান ওই এলাকার রেজাউল ওরফে রাজুর ছেলে।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্রবর্মন বাংলানিউজকে জানান, বিকেলে তিনটি মাইক্রোবাস বিয়ে বাড়িতে যাচ্ছিল। তখন বাড়ির গলি থেকে রায়হান নামের ওই তিন বছরের শিশু দৌড়ে বের হয়ে সড়ক পার হচ্ছিল। এ সময় মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় রায়হানের।

তিনি আরও জানান, রায়হানের মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা বিষয়টি প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এসএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।