ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মোংলায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
মোংলায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ফাতেমা বেগম (৭০) নামের বৃদ্ধ নারী নিহত হয়েছেন।

রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মোংলা উপজেলার চাঁদপাই মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, চাঁদপাই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্রার্থী মতিয়ার রহমান মোড়ল এবং তার প্রতিদ্বন্দী প্রার্থী শফিকুল ইসলামের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ ঠেকাতে এসে ফাতেমা বেগম নামের ওই নারী, প্রার্থী মতিয়ার মোড়ল (৬০), বোরহান শেখ(৩৫) ও ইসরাফিল (২৬) আহত হন। পরবর্তীতে আহত অবস্থায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় ওই নারীকে। তার মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের সত্যতা নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, ওই নারীর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এছাড়া থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।  বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।