ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাই নিহত, আহত ১০

টিআই রেজা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী-সোনাতলা সড়কের ময়দালি মোড়ে শনিবার দুপুরে ভটভটি উল্টে শ্বশুর-জামাই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দশ জন।



নিহতরা হলেন- বগুড়া জেলার সোনাতলা উপজেলার ছাইতানতলা গ্রামের জাবেদ আলীর ছেলে ফজলু মিয়া (৫০) ও তার জামাই একই উপজেলার দরিয়াহাসরাজ গ্রামের ভিু মিয়ার ছেলে হুকুম আলী (৩৫)।

আহতদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বাংলানিউজকে জানান, সোনাতলা থেকে যাত্রীবাহী এক ভটভটি সাঘাটা উপজেলার ভরতখালী হাটে যাচ্ছিল। জুমারবাড়ী এলাকার ময়দালি মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই শ্বশুর-জামাই নিহত হন। অপর ১০ জন গুরুতর আহত হন।

ভটভটি চালক পুলিশ পৌছার আগেই পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad