ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারত থেকে ফিরতে এনওসির প্রয়োজন নেই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
ভারত থেকে ফিরতে এনওসির প্রয়োজন নেই

ঢাকা: এখন থেকে ভারত থেকে ফিরতে বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে না। এছাড়া যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম রয়েছে, তারা বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগে ভারত থেকে ফিরতে বাংলাদেশ মিশনের যে অনাপত্তিপত্র নিতে হতো, এখন থেকে তার আর প্রয়োজন নেই। এছাড়া যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম রয়েছে, তারা বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন।  

আরও বলা হয়, বাংলাদেশ-ভারত সীমান্তের ছয়টি স্থলবন্দর ১৬ সেপ্টেম্বর থেকে চালু হবে। এই ছয়টি সীমান্ত হলো- বেনাপোল, আখাউড়া, সোনামসজিদ, হিলি, দর্শনা এবং বুড়িমারী। এছাড়া শেওলা, তামাবিল, ভোমরা, বিরল এবং বাংলাবান্ধা সীমান্ত আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চালু হবে।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
টিআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।