ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় ১৬ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
সাতক্ষীরায় ১৬ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা  সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা 

সাতক্ষীরা: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় ১৬ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা সদর উপজেলার ১২ নম্বর বল্লী ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বল্লী ইউপি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ১৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও নয়জন বীর মুক্তিযোদ্ধার হাতে মরণোত্তর সংবর্ধনা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-মুজ-জোহরা।  

অনুষ্ঠানে বল্লী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নেছার আলী ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নূরুল আলম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য সামছুর রহমান, ইউপি সদস্য মনিরুজ্জামান, ইউপি সদস্য হাবিবুর রহমান, ইউপি সদস্য এরাদ আলী, ইউপি সদস্য ছামছুর রহমান, ইউপি সদস্য আব্দুর রউফ, সংরক্ষিত ইউপি সদস্য কহিনুর বেগম, লিলিমা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।