ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাল নিয়ে বিরোধ, ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
চাল নিয়ে বিরোধ, ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনায় চাল নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে নুরুল ইসলাম মুন্সী (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সেকান্দারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের স্ত্রী রানী বেগমের কাছ থেকে গতবছর ১০ কেজি চাল ধার নেয় আলমগীর মুন্সির মা আলেয়া বেগম। ওই চাল গত এক বছর ধরে পরিশোধ করেননি আলেয়া। এ নিয়ে কথা কাটাকাটি হলে আলেয়ার ছেলে আলমগীর, নাতি সাগর মুন্সী ও জামাতা খলিল সিকদার ছুরি নিয়ে নুরুল ইসলামকে মারতে উদ্যত হয়। এ সময় নুরুলের ছোট ভাই হাসান মুন্সি আলমগীরকে বাধা দেন। কিন্তু সাগর মুন্সী দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নুরুলের পেটে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুলকে মৃত ঘোষণা করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বাংলানিউজকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পারিবারিক বিরোধের কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত আলমগীর মুন্সী ও তার মা আলেয়া বেগমকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।