ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পতাকা বৈঠকে জুয়াড়ি ফেরত!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
পতাকা বৈঠকে জুয়াড়ি ফেরত!

ময়মনসিংহ: হালুয়াঘাট সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নাজমুল হোসেন (৩৫) নামে বাংলাদেশি এক জুয়াড়িকে ফেরত দিয়েছে ভারত।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোবড়াকুড়া ক্যাম্পের সুবেদার বাবুল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর ) সন্ধ‍্যায়  তাকে সীমান্ত এলাকা থেকে আটক করে বিএসএফ।

নাজমুল গোবড়াকুড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

বাবুল হোসেন জানান, বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া সীমান্তে জুয়া খেলতে বসে স্থানীয় কয়েকজন জুয়াড়ি। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে এক জুয়াড়ি গ্রেফতার এড়াতে ভারতীয় সীমান্তে চলে যায়। পরে তাকে আটক করে বিএসএফের সদস্যরা।

এরপর রাতে গোবড়াকুড়া সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে বসে বিজিবি। বৈঠকে দু’ পক্ষের আইনি প্রক্রিয়া শেষে জুয়াড়ি নাজমুলকে ফেরত দেয় বিএসএফ।

ক্যাম্প সুবেদার বাবুল হোসেন আরও জানান, জুয়াড়ি নাজমুল হোসেনকে রাতেই হালুয়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।