ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মমেক হাসপাতালে করোনা-উপসর্গে ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
মমেক হাসপাতালে করোনা-উপসর্গে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ‍্যে দুইজন করোনা পজিটিভ হয়ে এবং দুইজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১৬সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারর্সন ডা: মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেছেন।

করোনা পজিটিভ হয়ে মারা যান- ময়মনসিংহের ভালুকা উপজেলার আব্দুল বারী(৭৫), টাঙ্গাইল ধনবাড়ী এলাকার গোলাম মোস্তফা(৬০)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদর এলাকার নজিরন নেসা(৭০) বছর ও  নেত্রকোনা পুর্বধলার জোবেদা বেগম(৯০)।

ডা: মুন আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮ জন ভর্তিসহ বুধবার সকাল পর্যন্ত ১০৪ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৬ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া সুস্থ হয়ে ১৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৬৯ জন ওয়ানস্টপ ফ্লু কর্ণারে সেবা নিয়েছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৫৯ টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ১০ দশমিক ৮৬ শতাংশ।

তিনি আরও জানান, এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৬৭৫ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩১১ জন।

বাংলাদেশ সময়: ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।