ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নান্দাইলে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
নান্দাইলে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে শিশুকে (৮) ধর্ষণের চেষ্টার অভিযোগে নূরুল ইসলাম নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে থানায় শিশুটির বাবা অভিযোগ দায়ের করেন।

 

এদিকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাড়িতে গিয়ে অভিযুক্ত নূরুল ইসলামকে পাওয়া যায়নি। তার স্ত্রী নাসরিন সুলতানা ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন।

জানা যায়, উপজেলার আচারগাঁও ইউপির সিংদই গ্রামের অভিযুক্ত শিক্ষক নূরুল ইসলাম গত রোববার একই গ্রামের এক রিকশাচালকের শিশু কন্যাকে আমড়া খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে দরজা লাগিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করা হলে নূরুল ইসলাম পালিয়ে যান। পরবর্তীতে টাকা পয়সা দিয়ে এ ঘটনা ধামাচাপার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠছে।

স্থানীয়রা জানান, সিংদই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে নূরুল ইসলাম পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

নান্দাইল মডেল থানায় সোমবার শিশুটির বাবা অভিযোগ দায়ের করলে পুলিশ শিশুটিকে চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

নান্দাইল থানার ওসি (তদন্ত) মো. ওবায়দুর রহমান বাংলানিউজকে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।