ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গিলাবাড়ি গ্রামে আরও ১৮ অ্যানথ্রাক্স রোগী, নজরদারিতে ২৭০

মুনিম হোসেন প্রতীক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০
গিলাবাড়ি গ্রামে আরও ১৮ অ্যানথ্রাক্স রোগী, নজরদারিতে ২৭০

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে আরও ১৮ জনের অ্যানথ্রাক্স সনাক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার এ গ্রামের ৭ ব্যক্তির অ্যানথ্রাক্স ধরা পড়ে।



আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল আদমের নেতৃত্বে ৫ সদস্যের মেডিকেল টিম সেখানে কাজ করছে।

তারা গিলাবাড়ী গ্রামের ৬৫ পরিবারের ২৭০ জনকে অ্যানথ্রাক্স আক্রান্ত সন্দেহে নজরদারীতে রেখেছে ।

ডা. হাসানুল আদম বাংলানিউজকে জানান, গত ৫ সেপ্টেম্বর ওই গ্রামে কসাই রিয়াজুল ও বদিয়ার যৌথভাবে একটি অসুস্থ গরু জবাই করলে ওই ৬৫ পরিবার কম মূল্য ও বাকিতে মাংস কিনে খায়। এরপর থেকেই তারা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।