ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মাধবপুর মৎস্যখামারের ১০ লাখ টাকার মাছ লুট, আটক ১

মো. জিয়া উদ্দিন দুলাল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শনিবার ভোরে দুর্বৃত্তরা একটি মৎস্যখামারের ১০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে।

লুট করা মাছ বিক্রির সময় পুলিশ হরিনন্দ দাস (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে।



এ বিষয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক সৈয়দ আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, ‘শনিবার ভোররাতে ৩০/৪০ জনের সংঘবদ্ধ একটি দুর্বৃত্তদল ট্রলারযোগে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের হোটেল হাইওয়ে-ইন-এর পাশে সেলিম চৌধুরীর মৎস্যখামারে হানা দেয়।

এ সময় দুর্বৃত্তরা মৎস্যখামারের পাহারাদার লাল মনি দাস, আব্দুল হক, মনোরঞ্জন দেব ও শুকুর মিয়াকে বেধড়ক পিটুনি দিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে। প্রায় ৩ ঘণ্টা ধরে মাছ লুট করার পর দুর্বৃত্তরা ট্রলারযোগে পালিয়ে যায়। সকালে গ্রামবাসী পাহারাদারদের উদ্ধার করে।

এদিকে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর বাজারে লুট করা মাছ বিক্রির সময় হরিনন্দ দাস নামে এক দুর্বৃত্তকে আটক করে। আটককৃত হরিনন্দ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বালাকোট গ্রামের প্রেমানন্দ দাসের পুত্র।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।