ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিএসআরএম’র নিরাপত্তা প্রহরী হত্যার অভিযোগে ৫ জন গ্রেপ্তার

হাজেরা শিউলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

চট্টগ্রাম: স্টিল ও রি-রোলিং মিল বিএসআরএমএ’র নিরাপত্তা প্রহরীকে হত্যার অভিযোগে শনিবার পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সবাই মৃত নিরাপত্তা প্রহরী ইকবাল হোসেনের (৩৫) সহকর্মী।

এরা হলেন শওকত, শাহাবুদ্দিন, রুপায়ন চাকমা, রিগেল ও রাশেদ ইয়াকুব।

এ ঘটনায় মৃত ইকবালের স্ত্রী শামসুন্নাহার শনিবার বায়েজিদ বোস্তামী থানায় মামলা করার পর তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার রাত ১১টার দিকে বিএসআরএমএ’র কারখানার স্বয়ংক্রিয় গেইটের নীচে চাপা দিয়ে ইকবালকে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করেছেন তার স্ত্রী।
 
নিহত ইকবাল বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের আবুল মাসুমের ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর বাংলানিউজকে জানান, বুধবার রাত ১১টার দিকে নিরাপত্তা প্রহরী ইকবাল কারখানার গেইট দিয়ে বের হওয়ার সময় অপর নিরাপত্তা প্রহরী শওকত স্বয়ংক্রিয় গেইটের সুইচে টিপে দেন। এতে ইকবাল লোহার গেইটের নীচে চাপা পড়ে মারা যান।

গ্রেপ্তারকৃতরা পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গেইট লাগানোর সময় দুর্ঘটনাবশত ইকবাল গেইটের নীচে চাপা পড়ে মারা যান।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।