ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঢাবিতে অপরাধবিজ্ঞান বিষয়ক তৃতীয় সম্মেলন শুরু ৮ আগস্ট

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
ঢাবিতে অপরাধবিজ্ঞান বিষয়ক তৃতীয় সম্মেলন শুরু ৮ আগস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধবিজ্ঞান বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে ৮ আগস্ট (রোববার)।

বুধবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্রিমিনোলজি অ্যান্ড ফরেনসিক সায়েন্স ইন দ্যা গ্লোবাল সাউথ’ শীর্ষক সম্মেলনে ঢাবির অপরাধ বিজ্ঞান বিভাগের সঙ্গে যৌথ আয়োজনে থাকছে জাপানের রিয়াকক ইউনিভার্সিটি ও ভারতের ন্যাশনাল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রেক্ষাপটকে সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। সম্মানিত অতিথি হিসেবে অংশ দেবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।