ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

ছেলের হাতে বাবা খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩২, জুলাই ৩১, ২০২১
ছেলের হাতে বাবা খুন

কক্সবাজার: কক্সবাজার শহরে বাচামিয়ার ঘোনা এলাকায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন হতভাগা বাবা আবদু রহিম (৬০)।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় পৌরসভার শহরের ৭ নম্বর ওয়ার্ডস্থ বাচামিয়া ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ পরিদর্শক জিয়া উদ্দিন জিয়া।

স্থানীয়রা জানান, আয়ুব দীর্ঘদিন ধরে নেশা করতেন। শুক্রবার সন্ধ্যায় নেশা করে পরিবারের কলহের সৃষ্টি করে। তার স্ত্রী জোসৎনা আক্তারকে মারধর করেন। এসময় তার বাবা বাধা দিলে আয়ুব ছুরি দিয়ে তার বাবাকে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনার তদন্তের দায়িত্ব পাওয়া জিয়া উদ্দিন জিয়া বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আইয়ুব পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার অভিযান চালছে।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এসবি/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।