ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গৌরনদীতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
গৌরনদীতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

জানা গেছে, উপজেলার প্রত্যন্ত সিংগা গ্রামের নুরুল হক হাওলাদারের দশম শ্রেণিতে পড়ুয়া কন্যার বাল্যবিয়ের দিন ধার্য ছিল শুক্রবার (৩০ জুলাই)।

সে অনুযায়ী কনের বাড়িতে বিয়ের প্রস্তুতিও চলছিল। সকালে বিষয়টি জানতে পেরে কনের বাড়িতে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন ইউএনও বিপিন।

এ সময় ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই স্কুলছাত্রীকে বিয়ে না দেওয়ার শর্তে কনের বাবা-মা মুচলেকা দিয়েছেন বলে বাংলানিউজকে জানান ইউএনও বিপিন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।