ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ চা বিক্রেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ চা বিক্রেতা

বরিশাল: ফেরি ঘাটের পল্টুন থেকে বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন শাহিন খলিফা (৩৫) নামে এক চা বিক্রেতা।

স্থানীয়রা জানান, শাহিন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকার হাসমত আলী খলিফার ছেলে।

তার বিশ্বাসের হাট এলাকাতে একটি চায়ের দোকান রয়েছে। তিনি দোকানের মালামাল কেনার জন্য বরিশাল নগরে গিয়েছিলেন। ফিরে আসার সময় কীর্তনখোলা নদীর বেলতলা ফেরিঘাটের পল্টুনের ওপর ট্রলারের অপেক্ষায় বসে ছিলেন। হঠাৎ করেই তিনি সেখান থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

নিখোঁজ শাহিনের স্বজনরা জানান, শাহিন মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

এদিকে খবর পেয়ে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। সর্বশেষ বিকেল ৪টা পর্যন্ত শাহিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বাংলানিউজকে বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নদীতে ডুবুরিরা কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad