ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনায় পুড়ে গেছে করোনার টিকা সংরক্ষণের ২ ফ্রিজ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
বরগুনায় পুড়ে গেছে করোনার টিকা সংরক্ষণের ২ ফ্রিজ

বরগুনা: বরগুনার সিভিল সার্জনের কার্যালয়ে করোনার টিকা সংরক্ষণের জন্য রাখা দু'টি ডিপফ্রিজে পুড়ে গেছে। তবে এসময় ফ্রিজ দু’টিতে কোনো টিকা ছিল না।

শুক্রবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বরগুনার সিভিল সার্জনের কার্যালয়ের নতুন ভবনে এ ঘটনা ঘটে।  

বরগুনার ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. খোর্শেদ আলম বলেন, সকালে সিভিল সার্জনের কার্যালয়ের জানালা দিয়ে ধোয়া বের হতে দেখে এক পথচারী ফায়ার সার্ভিসে ফোন দেন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে করোনা ভাইরাসের টিকা সংরক্ষণের জন্য সিভিল সার্জনের কার্যালয়ে থাকা দু’টি ডিপফ্রিজ পুড়ে গেছে। তবে পুড়ে যাওয়া ফ্রিজ দু’টিতে কোনো টিকা ছিল না। আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, এ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বের করা হবে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।