ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ৯০০ পরিবারকে ত্রাণ দিলো কালের কণ্ঠ শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
বগুড়ায় ৯০০ পরিবারকে ত্রাণ দিলো কালের কণ্ঠ শুভসংঘ

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘ ৩০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। একইদিন জেলার শেরপুর উপজেলায় ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সেসঙ্গে শাজাহানপুর উপজেলায় আরও ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ধুনট এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সবার মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি ডাল ও ৩ কেজি আটা।

এর আগে বুধবার (২৮ জুলাই) বগুড়া সদর উপজেলায় ৭০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে রাজশাহী বিভাগে বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। একইদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত বগুড়া সদর উপজেলার পর দুপচাঁচিয়া উপজেলায় ৩০০ পরিবার ও আদমদীঘি উপজেলায় আরও ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এর মাধ্যমে রাজশাহী বিভাগে কালের কণ্ঠ শুভসংঘের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় পর্যায়ক্রমে বগুড়া জেলায় ৪ হাজার ও রাজশাহী বিভাগে ২৪ হাজার পরিবারকে এ খাদ্যসামগ্রী দেওয়া হবে।

ধুনটে খাদ্যসামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, বসুন্ধরা গ্রুপ সারা দেশে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে বগুড়া জেলার সবগুলো উপজেলায় কালের কণ্ঠ শুভসংঘের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষকে খাদ্যসামগ্রী দিচ্ছে। আজকে আমাদের উপজেলায়ও তারা ত্রাণ দিলো। তাই আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করব শুভসংঘের মতো দেশের সব সংগঠন যেন এভাবে মানুষের পাশে দাঁড়ায়।

এ সময় উপস্থিত ছিলেন- ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কন্ঠ’র ব্যুরো প্রধান লিমন বাসার, শুভসংঘ বগুড়া জেলার উপদেষ্টা মোস্তফা মাহমুদ শাওন, ধুনট এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, সদস্য মশিউর রহমান জুয়েল, ধুনট উপজেলার সভাপতি রেজাউল ইকবাল মিন্টু, সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ আমিনুল ইসলাম, বাবুল ইসলাম, তরিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, আবদুল হামিদ, মিজানুর রহমান ও উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।