ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

উল্লাপাড়ায় বর্ষার পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
উল্লাপাড়ায় বর্ষার পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ষার পানিতে গোসল করতে নেমে রাইয়ান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার বড়পাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রাইয়ান বড় পাঙ্গাসী গ্রামের সাইফুল ইসলামের ছেলে।  

স্থানীয়রা জানায়, ব্যবসায়ী সাইফুল ইসলাম ঢাকায় বসবাস করেন। তিনি সপরিবারে গ্রামের বাড়ি বড়পাঙ্গাসীতে ঈদ উদযাপন করতে আসেন। মঙ্গলবার দুপুরে তার ছেলে রাইয়ান বন্ধুদের সঙ্গে বর্ষার পানিতে নৌকা নিয়ে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে সবাই বর্ষার পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানায় রাইয়ান পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর গভীর পানি থেকে তাকে উদ্ধার করে উল্লাপাড়ার ৩০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন এ তথ্য নিশ্চিত করে জানান, সাঁতার না জানার কারণে পানিতে ডুবে রাইয়ানের মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।