ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ক্রেতা সেজে চোরাই মোটরসাইকেল উদ্ধার করলো পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
ক্রেতা সেজে চোরাই মোটরসাইকেল উদ্ধার করলো পুলিশ গ্রেফতার আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য

বরিশাল: ক্রেতা সেজে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গৌরনদী থানা পুলিশ।  

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেফতারদের মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এরআগে সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় ক্রেতা সেজে গৌরনদী উপজেলার বাটাজোর হাইস্কুল এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেন গৌরনদী মডেল থানার এসআই খাইরুল আলম।

গ্রেফতাররা হলেন-ঝালকাঠীর গগন এলাকার বাসিন্দা স্বপন তামিলদারের ছেলে বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া সোহেল তামিলদার (৩০), পিরোজপুর নেছারাবাদের সুঠিয়াকাঠী গ্রামের সামছুল হকের ছেলে মেহেদী হাসান (২০) ও বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের মেয়ে জামাতা মামুন মোল্লার ছেলে নাহিদ হোসেন (২১)।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, ঈদ-উল আজহার দুইদিন আগে ঝালকাঠীর সুগন্ধা গরুর হাট থেকে গ্রেফতাররা কৌশলে বরিশাল কোর্টে কর্মরত এসআই খলিলুর রহমানের ডিসকভার মোটরসাইকেলটি চুরি করেন।  

ওসি আরও জানান, বিভিন্ন কৌশল অবলম্বন করে ক্রেতা সেজে উপ পরিদর্শক (এসআই) খাইরুল আলম চুরি হওয়া মোটরসাইকেলসহ তিন চোরকে গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা চুরির কথা অকপটে স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।